বোমা হামলার হুমকি, বিমানে চলছে তল্লাশি!

বোমা হামলার হুমকি, বিমানে চলছে তল্লাশি!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭ ২২ জানুয়ারী ২০২৫

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। হুমকির বিষয়টি একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে জানানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি আজ সকালে স্থানীয় সময় ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে থাকা ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে বের করে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে আসা হয়েছে।

প্লেনটিতে সম্ভাব্য বোমার অস্তিত্ব নিশ্চিত করার জন্য বোমা ডিস্পোজাল ইউনিট এবং যৌথবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই পরিস্থিতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

বিজ্ঞাপন