শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি ; সংগৃহীত
প্রকাশিত: ১১:২৫ ১৪ জানুয়ারী ২০২৫
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সহায়তা করতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। তিনি বলেন, ইউএনডিপি নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ইউএনডিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে, গোয়েন লুইস বলেন, "নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তা নির্ভর করবে ইউএনডিপির সাহায্যের ধরণ।" তিনি আরও জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী ইউএনডিপি তাদের সহযোগিতা প্রদান করবে।
২০০৫ সাল থেকে বাংলাদেশের সব নির্বাচনেই ইউএনডিপি নির্বাচন কমিশনকে সরাসরি সহযোগিতা দিয়ে আসছে। জাতিসংঘ সাধারণত কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি সহায়তা, লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন এবং জনসচেতনতা সৃষ্টি সহ নানা ধরনের সহযোগিতা প্রদান করে থাকে।
বিজ্ঞাপন