শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫০ ১৭ অক্টোবর ২০২৪
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে। কথা বলেন তিনি।
নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে পথে পথে চাঁদাবাজিকে দায়ী করেন এই উপদেষ্টা। তিনি বলেন, এই চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
উপদেষ্টা বলেন, মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে।
এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে গণমাধ্যমের সহায়তা চান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে। পণ্যের হাতবদল কমানো গেলে ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে।’
বিজ্ঞাপন