শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১০:৩০ ১১ জানুয়ারী ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা একই সাথে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এ থেকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় প্রথমে লিফলেট বিতরণ করা হয়, এরপর তারা পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রতিবেদন অনুসারে, শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন যুবদল নেতা তরিকুল ইসলাম, যিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে থানা হাজত থেকে জোর করে ছিনিয়ে নেন। যদিও তারা তাকে ফেরত দেয়ার আশ্বাস দেন, তবে শেষ পর্যন্ত পুলিশ জানিয়েছে, তাকে ফেরত দেয়া হয়নি।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক্সপ্রেসওয়ে অবরোধ করে দেয়ার সিদ্ধান্ত নেন এবং শনিবার সকালে তারা সড়ক বন্ধ করে দেন।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, "দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছেন, ফলে যান চলাচল বন্ধ রয়েছে।"
বিজ্ঞাপন