রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৫২ ১২ ফেব্রুয়ারী ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা টানা সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা।
গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়। আদালত নির্দেশ দিয়েছেন, আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায়ের ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশ করতে হবে। "এই নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হয়েছিল। কিন্তু কোটাসংক্রান্ত জটিলতার কারণে আদালত নিয়োগ বাতিল করেছেন।"
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত নেয় সরকার, সেটিই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন