সোমবার , ২১ জুলাই, ২০২৫ | ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:০৮ ২১ জুলাই ২০২৫
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, দেশের সকল বেসরকারি হাসপাতালে এ দুর্ঘটনায় আহতদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাইলস্টোন দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার জন্য দেশের সকল বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হচ্ছে।”
এছাড়া, যদি কোনো বেসরকারি হাসপাতালে অপারগতা থাকে, সেক্ষেত্রে রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এই নির্দেশনার ফলে আহতদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন