মেট্রোরেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রোরেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯ ১৮ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় সকাল থেকে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় অনেককে নেমে যেতে হয়েছে মাঝপথে। ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। হঠাৎ সড়কে অধিক যাত্রীর চাপে আগারগাঁওয়ের আশেপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে এমন ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

মেট্রোরেল চলাচল আংশিক বন্ধ থাকার বিষয়ে ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে

বিজ্ঞাপন