শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ ২৪ এপ্রিল ২০২৫
দুর্নীতির অভিযোগের ভিত্তিতে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিনসহ শেখ পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন শেখ সালাউদ্দিনের ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দুদকের পক্ষে উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই আবেদন উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্তরা তাদের নামে অর্জিত অবৈধ সম্পত্তি গোপনে হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে। ফলে তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট চার ব্যক্তির বিদেশ গমন ঠেকানো জরুরি।
বিজ্ঞাপন