রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ ৭ ডিসেম্বর ২০২৪
নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর, এপারে টেকনাফ।মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে বিস্ফোরণের শব্দে কাঁপছে এপারের কক্সবাজার-টেকনাফের সীমান্ত এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছেন।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, শনিবার ভোর ৪টা থেকে বেলা ১ টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপেছে টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমান দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মংডু শহর নিয়ন্ত্রণে নেয়া আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে এই বোমাবর্ষণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. ইসলাম বলেন, মিয়ানমারের গোলার শব্দে অনেকের এ শীতের রাতে ঘরের বাইরে রাত যাপন করেছেন। একটু পরপরই গোলার শব্দে কেঁপে ওঠে বাড়িঘর। ভয় হয় কখন ভেঙে পড়বে।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সঙ্গে কথা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এর জন্য সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার রাখা হয়েছে।
বিজ্ঞাপন