শিক্ষা

জুলাই পরবর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাল-সেকাল

জুলাই পরবর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাল-সেকাল

স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে গড়ে ওঠে এ বিশ্ববিদ্যালয়। তবে আওয়ামী শাসনামলে বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিলো যোজন যোজন দূরে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির হাল ধরতে ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। গত এক বছরে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেলে ধরেছে।

ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম

ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক হত্যাকান্ডের শিকার শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে হেয় প্রতিপন্ন করা, নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সাজিদ হত্যার দ্রুত বিচার, আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৫ দাবিতে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।