শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবির) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। গত ১০ জুন ২০২৩ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে এক অফিস আদেশে জানানো হয়।