স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।