কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ !

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ !

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯ ১৫ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীর মৃত্যুর অভিযোগের মধ্যে ভুল চিকিৎসার অভিযোগ প্রকাশিত হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুর্বে মেডিকেল কলেজে হার্নিয়ার চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ফালু মিয়ার ছেলে মনিরুজ্জামান মল্লিক (৩২) এবং পেটে ব্যথাজনিত কারণে আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২)। তাঁদের জন্য অপারেশনের প্রস্তুতি হওয়ার পর সকাল সাড়ে ৭ টার দিকে নার্স নাদিরা বেগম ইনজেকশন পুশ করেন তবে এ ইনজেকশন প্রসেস হাসপাতালের নির্দেশিকা অনুযায়ী অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল। এ কারণে দুজনকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তাদের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং পরে বিক্ষোভ করেন। তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসার ঘটনাটি স্বীকার করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এছাড়াও সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আবেদন করেন।

 

 

বিজ্ঞাপন