সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন: সাইফ !

সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন: সাইফ !

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৩৬ ১১ ফেব্রুয়ারী ২০২৫

বলি তারকা সাইফ আলী খান সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে দিয়েছেন, গত ১৬ জানুয়ারি রাতে তার ওপর হামলার বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। ওই রাতেই সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টে এক দুষ্কৃতি ঢুকে পড়েছিল। সেই অজ্ঞাতনামা ব্যক্তি সাইফ ও তার স্ত্রী কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে প্রবেশ করে এবং সাইফকে মারাত্মকভাবে আক্রমণ করে।

হামলার সময় সাইফকে ছুরি দিয়ে ছয়বার আঘাত করা হয়েছিল এবং তার শরীরে গুরুতর জখম হয়। হামলার পর সাইফ বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি হন, সঙ্গে ছিলেন তার আট বছরের ছেলে তৈমুর। হামলার ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যার নাম মুহাম্মদ শরিফুল ইসলাম। পুলিশের দাবি, শরিফুল বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে আছেন।

সাইফ আলী খান জানিয়েছেন, হামলার পর তিনি ও তার পরিবার আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, "তৈমুর আমাকে জিজ্ঞেস করেছিল, 'আব্বা, আপনি মরে যাবেন?' আমি বলেছিলাম, না, আমি মরব না।"

এদিকে, সাইফ শিগগিরই কাজে ফিরেছেন এবং সম্প্রতি তার অভিনীত ছবি ‘দ্য জুয়েল থিফ’-এর টিজার মুক্তি পেয়েছে। সাইফের উপর হামলা নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন, তবে সাইফ নিজেই পুরো ঘটনা পরিষ্কার করেছেন।

তিনি জানান, তার মা শর্মিলা ঠাকুর হাসপাতালে এসে তাকে সান্ত্বনা দেন এবং একটি ঘুম পাড়ানিয়া গান গেয়ে শোনান। সাইফ বলেন, "মা আমাকে গান শোনানোর পর অনুভূতি অনেক সুন্দর ছিল।"

এখন সাইফ আলী খান এবং তার পরিবার সুস্থ আছেন। সাইফের ছোট ছেলে জাহাঙ্গীর খুব গর্বিত, এবং বলেছে, "গীতা আমাকে বাঁচিয়েছে, আর আমি জাহাঙ্গীরকে বাঁচিয়েছি।"

বিজ্ঞাপন