ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা: সিইসি!

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা: সিইসি!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬ ২৬ জানুয়ারী ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে আয়োজন করতে হলে আগামী অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। এছাড়া, ভোট সংক্রান্ত সব কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করার ওপর জোর দিয়েছেন তিনি।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, "জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু হয়েছে। আমরা সরকারের অর্থ সাশ্রয় করতে চাই।"

তবে তিনি উল্লেখ করেন, ‘রুলস অব দ্য গেম’ না থাকায় ইসি কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছে। আইনি প্রতিবন্ধকতার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাচ্ছে না বলে জানান। তিনি বলেন, আইন সংশোধন এখন অত্যন্ত জরুরি।

সীমানা নির্ধারণে ইসির কর্তৃত্ব নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, "এটি ইসির একক এখতিয়ার। সীমানা নির্ধারণ ও ভোটার হালনাগাদে কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব হবে।"

এদিকে, বিএনপি গত ১৪ জানুয়ারি জানিয়েছিল, তারা জুলাই-অগাস্টের মধ্যে সংসদ নির্বাচন চায়। তবে সিইসি তখন বলেছিলেন, "আমরা কোনো রাজনৈতিক বক্তব্যে জড়াতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধান এবং সিস্টেম মেনেই কাজ করব।"

সবশেষে, ইসি আব্দুর রহমানেল মাছউদ পটুয়াখালীতে বলেছেন, "চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে বলে আশা করা যায়।"

 

বিজ্ঞাপন