বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার তহবিলে ১৬ লক্ষ টাকা দিল জবি

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার তহবিলে ১৬ লক্ষ টাকা দিল জবি

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০১:১২ ২ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যা দূর্গত এলাকার জনগণকে সহযোগিতার জন্য এক (১) দিনের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

সহায়তার জন্য মোট ১৬ লক্ষ টাকা (প্রায়) প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল-এর অনুকূলে প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার তহবিলে প্রদান করা অর্থের  মধ্যে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ১১,৪৪,৯২৯ টাকা, কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে ৩,০৮,৮৩০ টাকা, কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ৬৯,৭৪৭ টাকা এবং সহায়ক কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ৭৬,৪৪১ টাকা তাদের মূল বেতন থেকে প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন