গোল্ডেন গ্লোব পুরস্কার হাতে তারকারা
অস্কারের পর বিনোদন জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে। আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা সিনেমাসহ একাধিক পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা মোশন পিকচারস, সেরা অভিনেত্রী বিভাগের পাশাপাশি সর্বাধিক চারটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।