বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল উর্বী
২০২৪ সাল জুড়েই ছিল তারকাদের বিয়ে করার হিড়িক। আর এ তালিকায় রয়েছেন- মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা। এবার বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন এ সময়ের ছোট পর্দ ার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বী।