১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

সম্প্রতি মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এবার তিনি ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে হাজির হচ্ছেন। ওয়েব ফিল্মটি আগামী ১৮ই ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে। গত সোমবার রাজধানীর শান্তা ফোরামে অনুষ্ঠিত হয়েছে ট্রেলার রিলিজ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, "ভিকি জাহেদের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েব প্রজেক্ট। আগের দু’টি কাজ দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল। এবার ভ্যালেন্টাইন উপলক্ষে একটি রোমান্টিক গল্পে কাজ করেছি, যেটি আমার ফ্যানদের কাছে চাহিদা ছিল।"

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

কণ্ঠশিল্পী শেখ সাদী ও চিত্রনায়িকা পরীমণির মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে। পরীমণি তার ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। শেখ সাদীও তার সোশ্যাল মিডিয়া পোস্টে ‘পরী’ শব্দটি ব্যবহার করে কিছু লেখা শেয়ার করেন, যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এরই মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, "তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।"

‘আদিবাসী’ ইস্যুতে উত্তাল ঢাকার রাজপথ: জয়ার প্রতিবাদ!

‘আদিবাসী’ ইস্যুতে উত্তাল ঢাকার রাজপথ: জয়ার প্রতিবাদ!

ঢাকার রাজপথ বুধবার ছিল উত্তাল, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা ‘আদিবাসী’ শব্দ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিল। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এনসিটিবি’র সামনে, যেখানে তারা পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দটি পুনর্বহালের দাবি জানায়। একই সময়ে সেখানে হাজির হন ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের সদস্যরা, যারা পাঁচ দফা দাবি নিয়ে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিল পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবির বিষয়। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যার ফলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

আবরার ফাহাদ ফিরলেন আবু হয়ে

আবরার ফাহাদ ফিরলেন আবু হয়ে

২২ আগস্ট রাত ১০টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হঠাৎ চিৎকার, কান্নার আওয়াজ। বিভিন্ন রুম থেকে শিক্ষার্থীরা বের হয়ে এলেন, তাঁদের চোখে-মুখে আতঙ্ক, কী হলো! তড়িঘড়ি কয়েকজন হলের নিচতলায় নেমে দেখতে পেলেন, সিঁড়িতে একটা নিথর দেহ পড়ে আছে। ঠিক তখনই কেউ একজন বলে উঠলেন, ‘কাট!’ হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই। বোঝা গেল, শুটিং চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করছেন। নাম রুম নম্বর ২০১১। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প। তারই শুটিং।