‘শাটডাউন’ স্থগিত নিয়ে ধোঁয়াশা, চলবে কর্মবিরতি

‘শাটডাউন’ স্থগিত নিয়ে ধোঁয়াশা, চলবে কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০১:৩২ ১ সেপ্টেম্বর ২০২৪

চিকিৎসকদের ওপর হামলার জেরে শাটডাউন কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। রোববার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং ঢামেক পরিচালকের পক্ষ থেকে চিকিৎসকদের এ কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানানো হয়েছিল।

যদিও আন্দোলনরত চিকিৎসকদের দাবি, তাদের সঙ্গে আলোচনা শেষ না করেই কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।  

আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ বলেন, ঢামেকে যত চিকিৎসক দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকের বিপরীতে তত নিরাপত্তাকর্মী না দিলে কাজে ফিরবেন না। আর আগামী সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে রুটিন ওয়ার্কেও ফিরব না আমরা।

বিস্তারিত আসছে....

বিজ্ঞাপন