রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:২৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, "কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পালাতে না পারে।"
সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আইন প্রয়োগ ও মানবাধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
"আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে, গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
এই কর্মশালায় ঢাকা ও গাজীপুর মহানগরের পুলিশ কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর এবং জেলা প্রশাসকেরা অংশ নেন। পর্যায়ক্রমে দেশের সব মহানগর ও জেলা প্রশাসনকে এই কর্মশালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন