শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:৫৬ ১৪ জানুয়ারী ২০২৫
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার, ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ঢাকার বিশেষ জজ আদালত এই তারিখ নির্ধারণ করেন।
আগের শুনানিতে, ৬ জানুয়ারি, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারক আব্দুল্লাহ আল মামুনের অধীনে ৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছিল। তারা হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজার হাফিজুর রহমান, ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, এস এম শামসের জাকারিয়া এবং মো. সামসুল হুদা চৌধুরী। এই মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার শুরুতেই ১৯ মার্চ ২০২৪, একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে খালেদা জিয়া এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে কানাডার নাইকো কোম্পানির সাথে অবৈধ চুক্তি করে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, এই দুর্নীতি মাধ্যমে ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে।
এছাড়া, মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছিল, তবে ২০০৯ সালে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেয়। বর্তমান মামলায় খালেদা জিয়া সহ ৭ জন অপর আসামি রয়েছেন।
এদিকে, মামলার দায় থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন