দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক!

দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫ ২৫ জানুয়ারী ২০২৫

আজ, রাজধানীতে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক হয়ে উঠেছে। উত্তরা উত্তর স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে, ঢাকার ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ শনিবার দুপুরে জানিয়েছেন, মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়, এবং পরবর্তীতে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

এছাড়া, তিনি আরো জানান যে, সিগন্যাল সিস্টেমের পাওয়ার সাপ্লাই দুইটি ট্রান্সফর্মার থেকে হয়, এর মধ্যে একটি ট্রান্সফর্মারে সমস্যা ছিল।

এ ঘটনার পূর্বে, দুপুর সোয়া ১টার পর মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। তখন যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারেননি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে যাত্রীর চাপ বেশি ছিল, যার কারণে মেট্রোরেল চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে মেট্রোরেলের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ায় সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল, পরে এটি স্বাভাবিক হয়।

পরবর্তীতে, ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।

 

বিজ্ঞাপন