জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া, তারেক রহমানসহ সব আসামি !

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া, তারেক রহমানসহ সব আসামি !

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:১০ ১৫ জানুয়ারী ২০২৫

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে এবং মামলাটি ছিল বিদ্বেষমূলক। এ মামলার সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর খালেদা জিয়ার পক্ষের প্রধান আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন,“এই মামলা ছিল ভিত্তিহীন। আদালতের আজকের রায়ে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন দেখা গেছে।”

অপরদিকে, দুদকের আইনজীবী আসিফ হাসান জানান,“মামলাটি ম্যালিসাস প্রসিকিউশন হিসেবে চিহ্নিত হয়েছে। এখন দুদক পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

২০১৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এর বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে আপিল বিভাগ আজ সেই রায় বাতিল করে খালাস দিয়েছেন।

খালাসের এ রায়কে বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক বলা হলেও দুদক এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন