শেখ হাসিনা ও জয়ের নামে দুই মামলা ,প্লট বরাদ্দে অনিয়ম!

শেখ হাসিনা ও জয়ের নামে দুই মামলা ,প্লট বরাদ্দে অনিয়ম!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১১:০৫ ১৪ জানুয়ারী ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

মামলাগুলো ১৩ জানুয়ারি, মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই মামলায় সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জন, এবং জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৫ জন আসামি রয়েছেন।

দুদকের এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে তার দায়িত্বের অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২০৩ নম্বর রাস্তার প্লট নিজ নামে রেজিস্ট্রি করে নিয়েছেন, যেটি আইন-বিধি ও নীতিমালা লঙ্ঘন করে করা হয়েছে।

এর আগে ১৩ জানুয়ারি, শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১২-১৩ জন রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাও আসামি করা হয়েছে।

মামলা অনুযায়ী, এসব ঘটনা ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা হয়েছে।

 

বিজ্ঞাপন