লাইফ স্টাইল

জাপানি এই আলোকচিত্রীর তোলা স্বাধীন বাংলাদেশের ছবিগুলো এত দিন আড়ালেই ছিল

জাপানি এই আলোকচিত্রীর তোলা স্বাধীন বাংলাদেশের ছবিগুলো এত দিন আড়ালেই ছিল

সদ্য স্বাধীন বাংলাদেশের ছবি তুলতে ১৯৭২ সালে ঢাকায় আসেন তাইজো ইচিনোসে। ২৫ বছর বয়সী এই জাপানি আলোকচিত্রী পথে পথে ঘুরে ধারণ করেন দুই শতাধিক আলোকচিত্র। কোনোটা রঙিন, কোনোটা সাদাকালো। পরের বছরই কম্বোডিয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তাইজো। তাঁর তোলা সেসব ছবি আড়ালেই থেকে যায়। সম্প্রতি প্রথম আলোর জাপান প্রতিনিধি মনজুরুল হকের মধ্যস্থতায় আলোকচিত্রগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করে তাইজো পরিবার। ২০ জুলাই থেকে জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে সেসব ছবি। আলোকচিত্রী তাইজোর গল্প শোনাচ্ছেন নিজাম বিশ্বাস