মাত্র ৩ দিনের প্রস্তুতিতে ‘মিস বাংলাদেশ’ হলেন ফেরদৌসি তানভীর
‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ শিরোপা অর্জন করেছেন ফেরদৌসি তানভীর। ডাকনাম ইচ্ছা। একই সঙ্গে ‘মিস বাংলাদেশ আর্থ’-এর শিরোপাও জিতেছেন। আগামী ৯ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠেয় ‘মিস আর্থ প্রতিযোগিতা’য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন’ ও ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ প্রতিযোগিতাটি আয়োজন করে।