
হারিয়ে যাচ্ছে মাটিতে বসে চুল–দাড়ি কাটার ঐতিহ্য
সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ জীবনের বহু চিরচেনা দৃশ্য। তারই একটি—মাটিতে বসে চুল ও দাড়ি কাটা নরসুন্দরদের দৃশ্য। একসময় বাজার কিংবা গ্রামের মোড়ে মোড়ে দেখা যেত এই নরসুন্দরদের। এখন সেই দৃশ্য দ্রুত বিলীন হয়ে যাচ্ছে আধুনিক সভ্যতার ছোঁয়ায়।
















