“বিয়ে হয়নি, কিন্তু একসঙ্গে বসবাস করছি”, অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

“বিয়ে হয়নি, কিন্তু একসঙ্গে বসবাস করছি”, অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:১৫ ১২ আগস্ট ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসব’সহ কয়েকটি বড় ছবি মুক্তির পর কলকাতায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সফল ক্যারিয়ারের মাঝেই এক সাক্ষাৎকারে জয়া প্রথমবারের মতো নিজের প্রেমের জীবন নিয়ে সরসভাবে কথা বলেছেন, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বহু বছর ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা জয়া ইনডালজ এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে জানান, তার জীবনে একজন ‘বিশেষ মানুষ’ আছেন। যদিও তিনি স্পষ্ট করেন, সেই ব্যক্তি চলচ্চিত্র জগতের কেউ নন।

জয়া বলেন, “আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। যে কোনো সম্পর্কের আগে ভালো বন্ধু হয়ে ওঠা খুব জরুরি, আর আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনেত্রী, অনেক ভ্রমণ করি, কলকাতায় দীর্ঘদিন কাজ করি—এসব কিছুতেই সে আপত্তি করে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আমরা দুজনেই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকতে চেষ্টা করি।”

বিয়ের বিষয়ে প্রশ্নে জয়া জানান, “এখনই আমি বিয়ে নিয়ে কিছু বলতে পারছি না। আমার বিয়ে করার তাড়াহুড়া নেই, বা করব কিনা জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।”

তিনি আরো জানান, বিয়ে নিয়ে তার মনে এক ধরনের ভীতি কাজ করে, যা হয়তো অতীতের সম্পর্কের তিক্ততার কারণ হতে পারে। জয়া বলেন, “হতেই পারে, আমারও তাই মনে হয়।”

এই প্রথমবারের মতো প্রেম নিয়ে খোলামেলা কথা বলায়, দুই বাংলার এই আলোচিত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন