রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:৩৩ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
রাজশাহী: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রবিবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তৃতা দেন।
তিনি এই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করে বলেন, "পুলিশ কখনো কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী এবং তাদের কর্তব্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।"
স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, "বাংলাদেশ পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ করবে না, বরং তারা রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে।"
এ সময় তিনি আরও উল্লেখ করেন, এই ব্যাচের ৬৬ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাকি ৫৭ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়েছেন।
এ অনুষ্ঠানে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন