শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:১১ ১৪ জানুয়ারী ২০২৫
জাতীয় সংসদে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। নতুন প্রস্তাব অনুযায়ী, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে। নিম্নকক্ষে ৪০০টি আসন থাকবে এবং উচ্চকক্ষে থাকবে ১০৫টি আসন।
নিম্নকক্ষে নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সরাসরি ভোটে সংরক্ষিত থাকবে। অন্যদিকে, উচ্চকক্ষে ১০০ আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে এই আসন পাবে। বাকি ৫টি আসনে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া রোধ এবং ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে এসব সুপারিশ করা হয়েছে। এছাড়াও, সুপারিশগুলোতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের জবাবদিহিতা, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
কমিশনের প্রতিবেদন আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, "আমরা এমন সুপারিশ করছি, যাতে ভবিষ্যতে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়।"
সংশ্লিষ্ট সূত্রমতে, নির্বাচনী পদ্ধতি ও আইন প্রণয়ন কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও দ্বিকক্ষ সংসদ গঠনের প্রস্তাব দিয়েছে। কমিশনের খসড়া সুপারিশে তাদের মতামত প্রতিফলিত হয়েছে বলে জানা গেছে।
দেশের সাংবিধানিক কাঠামোতে এই প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়ন হলে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন