১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

সম্প্রতি মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এবার তিনি ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে হাজির হচ্ছেন। ওয়েব ফিল্মটি আগামী ১৮ই ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে। গত সোমবার রাজধানীর শান্তা ফোরামে অনুষ্ঠিত হয়েছে ট্রেলার রিলিজ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, "ভিকি জাহেদের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েব প্রজেক্ট। আগের দু’টি কাজ দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল। এবার ভ্যালেন্টাইন উপলক্ষে একটি রোমান্টিক গল্পে কাজ করেছি, যেটি আমার ফ্যানদের কাছে চাহিদা ছিল।"

ইউনূস-মোদির দেখা হচ্ছে, বৈঠক অনিশ্চিত!

ইউনূস-মোদির দেখা হচ্ছে, বৈঠক অনিশ্চিত!

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলন আগামী ৪ঠা এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। মঙ্গলবার ঢাকায় বিমসটেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্র মণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান। বলেন, আগামী ৪ঠা এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে।

পিএসজি, জুভেন্টাস ও ডর্টমুন্ডের দুর্দান্ত জয়! চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত!

পিএসজি, জুভেন্টাস ও ডর্টমুন্ডের দুর্দান্ত জয়! চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত!

বিশ্ব ফুটবলে চমক লাগানো একদিন ছিল আজকের, যেখানে ফরাসি ক্লাব পিএসজি, জার্মান ক্লাব ডর্টমুন্ড এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাস নিজেদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। পিএসজি তাদের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে ব্রেস্তকে ৩–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। উসমান দেম্বেলের অসাধারণ দুই গোলের পাশাপাশি ভিতিনিয়া পেনাল্টি থেকে একটি গোল করে দলকে জয় এনে দেন। এই জয়ের মাধ্যমে পিএসজি শেষ ষোলোতে প্রবেশের পথে এগিয়ে গেল। ব্রেস্ত কোচ এরিক রয় ম্যাচের আগে বলেছিলেন, "পিএসজিকে হারানো আমাদের জন্য 'মিশন ইমপসিবল'।" কিন্তু দেম্বেলের দুর্দান্ত ফর্মের সামনে কিছুই করতে পারেনি ব্রেস্ত।

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

কণ্ঠশিল্পী শেখ সাদী ও চিত্রনায়িকা পরীমণির মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে। পরীমণি তার ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। শেখ সাদীও তার সোশ্যাল মিডিয়া পোস্টে ‘পরী’ শব্দটি ব্যবহার করে কিছু লেখা শেয়ার করেন, যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এরই মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, "তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।"

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি নামে সাংবাদিক দম্পতি রাজধানী ঢাকায় নির্মমভাবে খুন হন। ১৩ বছর পেরিয়ে গেলেও, তাদের হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি, তবে তদন্তকারীরা আশাবাদী। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় খুন হন। ১৩ বছর পরেও মামলার তদন্ত প্রতিবেদন ১১৫ বার পিছিয়ে গেছে, কিন্তু এখন নতুন আশার সঞ্চার করেছে পিবিআই। আগামী ২ মার্চ নতুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে।

মোদিকে স্বাগত জানিয়ে নৈশভোজের আয়োজন ম্যাক্রোঁর!

মোদিকে স্বাগত জানিয়ে নৈশভোজের আয়োজন ম্যাক্রোঁর!

ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১০ ফেব্রুয়ারি (সোমবার), যেখানে তিনি অংশগ্রহণ করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সামিটে। তার এই সফরের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক অভিনন্দন নৈশভোজের আয়োজন করেন। ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মোদিকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁ মোদিকে এক অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মোদির সঙ্গে করমর্দন করেন। তারা সবাই হাস্যোজ্বল অবস্থায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি  !

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি !

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পূর্ব ঘোষিত ৬ দফা দাবি নিয়ে সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের সঙ্গে আছেন পরিবারবর্গও। এ কর্মসূচি আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দি সদস্যদের মুক্তি দেওয়ার দাবিতে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, "যদি সুখবর না আসে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"

চল্লিশ পেরিয়েও থামেননি: রোনালদো, জেমস ও আলোনসোসহ আরও অনেক কিংবদন্তি!

চল্লিশ পেরিয়েও থামেননি: রোনালদো, জেমস ও আলোনসোসহ আরও অনেক কিংবদন্তি!

৪০ বছর বয়সের সীমানা পার করেও খেলার মাঠে দাপট দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস, ফার্নান্দো আলোনসোসহ বেশ কয়েকজন কিংবদন্তি। যদিও সবার জন্য কবীর সুমনের বিখ্যাত গানটি প্রযোজ্য নয়, তবে এই খেলোয়াড়দের জন্য যেন বয়স শুধুই একটি সংখ্যা। সম্প্রতি, ৪০ পেরিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ডিসেম্বরে ৪২ পয়েন্ট নিয়ে তিনি এনবিএর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ৪০ পয়েন্টের বেশি স্কোর করেছেন। একইভাবে, ৪৩ বছরের ফার্নান্দো আলোনসো ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়ে তার ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

আট বছর পর, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্ব। এবারের ৮ দলের ওয়ানডে টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আর ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এই উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।

মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির!

মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির!

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির। স্থানীয় একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দা করেছেন। তিনি বলেন, "আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।"

‘আদিবাসী’ ইস্যুতে উত্তাল ঢাকার রাজপথ: জয়ার প্রতিবাদ!

‘আদিবাসী’ ইস্যুতে উত্তাল ঢাকার রাজপথ: জয়ার প্রতিবাদ!

ঢাকার রাজপথ বুধবার ছিল উত্তাল, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা ‘আদিবাসী’ শব্দ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিল। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এনসিটিবি’র সামনে, যেখানে তারা পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দটি পুনর্বহালের দাবি জানায়। একই সময়ে সেখানে হাজির হন ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের সদস্যরা, যারা পাঁচ দফা দাবি নিয়ে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিল পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবির বিষয়। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যার ফলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।