সাত কলেজে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে দ্বিমত: মাঠে নামলেন শিক্ষার্থীরা

সাত কলেজে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে দ্বিমত: মাঠে নামলেন শিক্ষার্থীরা

ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ঢাকা কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। অন্যদিকে একই দিনে কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে ঢাকা কলেজের একাংশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীও বিক্ষোভ করেছেন। ফলে বিষয়টি এখন এক ধরনের ত্রিমুখী অবস্থায় দাঁড়িয়েছে—বিশ্ববিদ্যালয় করার পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা, প্রস্তাবিত কাঠামোর বিরোধী শিক্ষকরা এবং কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।