উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক  অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি  প্রদান

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে (পঞ্চম বার) গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা) এবং পৌত্র রবীন্দ্রনাথ রায় (ব্যবস্থাপক, এনসিসি ব্যাংক, রংপুর)-এর আর্থিক সহযোগিতায় 'অম্বিকা ফাউন্ডেশন' কর্তৃক উপজেলার সাত জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড

ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী মন্ডলপাড়া এলাকার হোসনে আরা (২৭)কে দেবর মিজানুর রহমান লিটন পরিকল্পিত ভাবে হত্যা এবং হত্যার আলামত বিনস্ট করে। হত্যা মামলা দায়ের কররার ৮ বছর পর বুধবার বিকালে কুড়িগ্রাম অতিরিক্ত দায়রা জজ মো: আব্দুস সালাম আসামী মিজানুর রহমান লিটন (২৬) কে ভাবীকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এব বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।একই আদেশে হত্যার পর হত্যার আলামত বিনস্ট করার অপরাধে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

রাসুল সা. কে নিয়ে কটুক্তিকারী হিন্দু পুরোহিতকে যদি ভারত সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ করবো - মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া। আজ রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কতৃক মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ওপরে

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ওপরে

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপর দিকে রংপুর জেলার কাউনিয়া রেল সেতু পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে পড়েছে তিস্তার তীরবর্তী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা,বিদ্যানন্দ,উলিপুর উপজেলার দলদলিয়া, বজরা, থেতরাই, গুনাইগাছ এবং চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের আংশিক অংশ। এসব ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের প্রায় ৪ শতাধিক পরিবার, গ্রামীন কাঁচা সড়কসহ ১৫৯হেক্টর জমির রোপা আমন এবং মৌসুমী ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে।

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আইন বিভাগের সামনে থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্ররা। এ সময় তারা জানান, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সিন্ডিকেট সদস্য হওয়ায় তিনি সাদিকুল ইসলাম সাগরের পক্ষ নিয়েছেন। তাই তারা সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ডিনের পদত্যাগের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা ২০২৪। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় চকগোপাল প্রাইমারী স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। চকগোপাল কলকাকলী সংঘ আয়োজিত খেলায় চকগোপাল স্ট্র্র্রাইকার্স বনাম সুন্দরবন সুপার সিক্স অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলায় সভাপতির আসন গ্রহন কনে চকগোপালের বিসিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ¦ কদম আলী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

আবরার ফাহাদ ফিরলেন আবু হয়ে

আবরার ফাহাদ ফিরলেন আবু হয়ে

২২ আগস্ট রাত ১০টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হঠাৎ চিৎকার, কান্নার আওয়াজ। বিভিন্ন রুম থেকে শিক্ষার্থীরা বের হয়ে এলেন, তাঁদের চোখে-মুখে আতঙ্ক, কী হলো! তড়িঘড়ি কয়েকজন হলের নিচতলায় নেমে দেখতে পেলেন, সিঁড়িতে একটা নিথর দেহ পড়ে আছে। ঠিক তখনই কেউ একজন বলে উঠলেন, ‘কাট!’ হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই। বোঝা গেল, শুটিং চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করছেন। নাম রুম নম্বর ২০১১। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প। তারই শুটিং।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না!  ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না! ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ না করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। ১৯ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের।

‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত : বাংলাদেশ ন্যাপ

‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত : বাংলাদেশ ন্যাপ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথিত চোর হিসেবে মস্তিষ্ক অপ্রকৃতস্থ তোফাজ্জল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শামীম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ মাসুদ, খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুনের হত্যাকান্ডসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘মব জাস্টিস’ বা ‘উত্তাল জনতার বিচার’ নামে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তাতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় মন্তব্য করে বলেন, ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। ‘মব জাস্টিস’-এ হত্যাকান্ড খুবই মর্মান্তিক ও হৃদয়স্পর্শী বিষয়। সকলকে মনে রাখতে হবে ‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেত।

কেন মনে অশান্তি নিয়ে ভিয়েতনাম গেলেন মারুফ ?

কেন মনে অশান্তি নিয়ে ভিয়েতনাম গেলেন মারুফ ?

গত মাসে নেপালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। সেই দলটা এশিয়ার ফুটবলে লড়াই করার মতো প্রস্তুতি নিতে পারেনি। বসুন্ধরা কিংসের খেলোয়াড় নিয়ে টানাটানি, ইনজুরি, সব মিলিয়ে একজন কোচ যেভাবে একটা দলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাঠের লড়াইয়ে নামেন, কোচ মারুফুল হক সেটা করতে পারেননি এবার। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশের রেজাল্ট কী হতে পারে তার আগাম কোনো ধারণা দিতে পারেননি কোচ। নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়ে আসার পর দলের প্রস্তুতিটাই নিতে পারেননি তিনি। তার দলের একাধিক ফুটবলারকে পরদিনই প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সঙ্গে ভুটানে নিয়ে যান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত এই ছেলেটির নাম তোফাজ্জল হোসেন। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩-৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে ঘুরতেছিলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের মেধাবীরা তাকে নির্মম নৃসংভাবে হত্যা করেছে।

টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপিত

টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপিত

টাঙ্গাইলে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা ইসলামিয়া আরোগ্যসনদ এর মহা ব্যবস্থাপক ও বাংলাদেশ মেডিকেল (ডেন্টাল) কলেজের সাবেক প্রিন্সিপাল শাহ্ সুফী ড. মুহাম্মদ আমীরুল ইসলাম (পি.এইচ.ডি)। প্রধান বক্তা ছিলেন- করটিয়া সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল হাই।

পর্যাপ্ত কর্মসংস্থান থাকলে আন্দোলন এত বড় হতো না

পর্যাপ্ত কর্মসংস্থান থাকলে আন্দোলন এত বড় হতো না

কয়েক বছর ধরেই অর্থনীতি চাপে রয়েছে। ডলার-সংকট ও ডলারের মূল্যবৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর হয়ে পড়ে ব্যাংক খাত। এমন এক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার বদল হয়েছে। তাতে বিভিন্ন শিল্পকারখানায় হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আবার নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস না পেরোতেই সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ নিয়ে কথা বলেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।

দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা এজেন্ট মোস্তাফিজুর রহমান গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তাফিজুর রহমান উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকার সাবেক ইউপি সদস্য মৃত ওসমান আলী সরকারের তৃতীয় পুত্র। তিনি দীর্ঘ চার যুগ ধরে দৈনিক করতোয়া পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মিনাবাজার তনুরাম ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল নিতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল নিতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ। ৫ আগষ্ট সরকার পতনের পর গত ৫ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ কল্যান সমিতির দায়িত্ব গ্রহন করে ১৭ নতুন কমিটি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষনা করে জবরদখল মুক্ত গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার প্রমুখ। মানব বন্ধনে অংশগ্রহণ করেন অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা অন্ধ কল্যান সমিতিকে জবরদখল মুক্ত করে গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।

সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধ

সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধ

গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়ে দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ্। হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করে ঘাটাইল প্রেস ক্লাব ও সুশীল সমাজ।