আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার!

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮ ১২ ফেব্রুয়ারী ২০২৫

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়না ঘর নামে পরিচিত বিগত আওয়ামী সরকারের গোপন বন্দীশালা ও টর্চার সেল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি বলেন, এখানে যা ঘটেছে, তা অকল্পনীয়।

সিনক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস: “নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে রয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ?”

তিনি আরও বলেন, যারা এখানে নির্যাতিত হয়েছেন, তাদের মুখ থেকেই ভয়াবহ বর্ণনা শুনেছেন তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস: “যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে এখানে, তাদের মুখ থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোন ব্যাখ্যা নেই।”

প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার সারা দেশে এমন টর্চার সেল চালু করেছিল, যা আইয়ামে জাহেলিয়াতের নিদর্শন। এটি ছিল দেশের চরম অবনতির প্রতিচ্ছবি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস: “এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা।”

প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় গত জুলাই মাসে আন্দোলনের সময় তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের টর্চার সেলে যে কক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. নাহিদ ইসলামকে রাখা হয়েছিল, সেগুলো তারা শনাক্ত করেন।

দেশজুড়ে এমন বন্দিশালার তদন্তের দাবি জানিয়েছেন উপদেষ্টারা।

বিজ্ঞাপন