শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চলমান বন্যায় গবাদিপশু ও হাঁস- মুরগির খাদ্য এবং অন্যান্য পশুখাদ্য বিনষ্টসহ এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার৷
টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের ১১টি জেলা। বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন পানির নিচে। ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জেলার ১৩ হাজার ৪৯১টি মোবাইল টাওয়ারের মধ্যে ১ হাজার ২৩৫টি অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৫টির অধিক জেলা। বন্যাদুর্গত এলাকায় মানুষদের সহযোগিতা করতে এবং উদ্ধার কার্যক্রম করতে বিভিন্ন জেলায় সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। এরই মধ্যে বন্যার্তদের উদ্ধারের জন্য জরুরি নম্বর দিয়েছে সেনাবাহিনী। এসব নম্বরে যোগাযোগ করে সেনাবাহিনীর কাছে সাহায্যের জন্য ফোন কল দেওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের এবং প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন। এ ছাড়া ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং হলগুলোতে বিভাগভিত্তিক আসন বরাদ্দ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
৩৭ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ফুটবলের ম্যাজেশিয়ান লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মাঠে ফিরলেন দুই মাস দু’দিন পর। ইন্টার মায়ামির হিসাবে সেই সময়টা তিন মাসেরও বেশি। পহেলা জুনের পর মেজর লিগ সকারে খেলতে নেমে ফ্লোরিডার ক্লাবটির হয়ে তিনি একটি রেকর্ড গড়েছেন। মায়ামিকেও জিতিয়েছেন ৩-১ গোলে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে পানিতে গোসলে গিয়ে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের মধ্যে তিন ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।