আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৩৩ ১০ মে ২০২৫

গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় শাহবাগে ছাত্র-জনতা উল্লাসে ফেটে পড়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে পুরো শাহবাগ মোড় ও বাংলামোটর পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনস্রোত।

শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই আনন্দ উল্লাসে ফেটে পড়েন ছাত্র-জনতা। সেসময়, তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড়ে দফায় দফায় মিছিল নিয়ে আসেন এবং সেখানে উপস্থিত হয়ে এক সমাবেশে যোগ দেন।

সমাবেশে ছাত্র-জনতা তাদের দাবী জানান, তাদের পূর্ব ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তাদের দাবির মধ্যে ছিল— আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করা, বিশেষত জুলাই গণহত্যা এবং শাপলা গণহত্যার বিচার।

শুক্রবার বিকাল থেকেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিনটি দাবি নিয়ে শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করছিল ছাত্র-জনতারা। তারা বিক্ষোভের মাধ্যমে সরকারের প্রতি তাদের দাবি তুলে ধরে এবং সরকারের কাছে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

বিজ্ঞাপন