বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা নেই’ : বিজিবি!

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা নেই’ : বিজিবি!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:১০ ২৫ জানুয়ারী ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, দেশের কিছু গণমাধ্যমে বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে প্রকাশিত কিছু সংবাদ বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এর মাধ্যমে বিজিবির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পোস্টে বলা হয়, গত ২৭ ডিসেম্বর বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন বিষয়ে একটি তথ্য ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এ সম্মেলন আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। এতে বিজিবি ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বিজিবি আরও জানায়, এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিজিবি জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

 

 

 

 

বিজ্ঞাপন