শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:১৭ ১৮ জানুয়ারী ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে তারিকুল ইসলামকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট একটি লিগ্যাল সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল।
লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু এবং শামসুদ্দোহা শাকিল।
লিগ্যাল সেলের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত তারিকুল ইসলামের শিক্ষাজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। কুমিল্লার পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বর্তমানে তারিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং লিগ্যাল সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিল থেকে উত্তীর্ণ হয়ে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
বিজ্ঞাপন