শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ!

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১২:১৭ ২১ জানুয়ারী ২০২৫


নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকা জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিপুণ একটি বিবৃতি দেন যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। বিবৃতিটি সমিতির প্যাডে লেখা ছিল এবং তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং নিপুণকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, তিনি নোটিশের কোনো উত্তর দেননি এবং তার বিতর্কিত কার্যক্রম চালিয়ে যান।

এরপর, সমিতির প্যাডের অনৈতিক ব্যবহার এবং সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, নিপুণ প্রায়ই বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। কিছুদিন আগে যুক্তরাজ্যে ভ্রমণের সময়ও তিনি বাধার সম্মুখীন হন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তার যাত্রার বিষয়ে আপত্তি তোলে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তার ফ্লাইট বাতিল করা হয়।

এই বহিষ্কারাদেশ নিপুণের ক্যারিয়ারে এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

 

বিজ্ঞাপন