কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্‌যাপন করবেন!

কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্‌যাপন করবেন!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫ ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রেমকাহিনি রূপকথার মতোই। তাদের প্রেমের এক মজার স্মৃতি এবার শেয়ার করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল।

‘তাশান’ সিনেমার সেটে প্রথম প্রেম, তারপর রাজকীয় ভালোবাসার গল্প। শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনে কারিনা যখন নতুন করে পথচলা শুরু করছিলেন, তখনই সাইফের আগমন। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানিয়েছেন, কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্‌যাপনের জন্য একবার শুটিং থেকে ছুটি চেয়েছিলেন সাইফ আলি খান।

আমিশার ভাষ্যমতে, তখন ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির শুটিং চলছিল। হঠাৎ সাইফ এসে বলেন, ‘আমিশা, আমি ভালোবাসা দিবসে ছুটি চাই। আদি (আদিত্য চোপড়া) বলেছে, তোমার সঙ্গে আগে আলোচনা করতে। আমি আসলে কারিনার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে যেতে চাই।’

আমিশা সাইফের আবদার শুনে হেসে বলেন, ‘ঠিক আছে, আমি বুঝে নেব। কোনো অসুবিধা নেই।’

এদিকে, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবারের ভালোবাসা দিবস সাইফ-কারিনা বাড়িতেই উদ্‌যাপন করবেন। গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর থেকেই সাইফের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচার ছাড়া খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি এই অভিনেতাকে।
 

বিজ্ঞাপন