নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডিগবাজি দিলেন জায়েদ খান!

নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডিগবাজি দিলেন জায়েদ খান!

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১২:২৬ ১০ জানুয়ারী ২০২৫


শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিপুণের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

তবে, অভিনেত্রী নিপুণ অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি বনানীর বাসায় আছি। এ খবর ভুয়া।" নিপুণের আটকের পর থেকে এটি দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এ নিয়ে তীব্র মন্তব্য করতে থাকেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। এরপরই নিপুণ এবং জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতিতে সদস্যপদ ফিরে পাওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এ সময় জায়েদ খান বলেন, "নিপুণের সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তার মানসিক সমস্যা আছে, না হলে এমন আচরণ কেন?" তিনি আরো বলেন, "শিল্পী সমিতির চেয়ারের জন্য, ক্ষমতার দেখানোর জন্য এমন করা ঠিক না।"

এখন, নিপুণের বিদেশ যাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়। অনেক নেটিজেনরা তার মন্তব্যের কিছু অংশ শেয়ার করে বলে, "নিপুণের ফিরে যাওয়ায় জায়েদ খান দিয়েছেন কয়েকশ ডিগবাজি!"

 

 

বিজ্ঞাপন