রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:৫৭ ১৮ জানুয়ারী ২০২৫
বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে তাদের এই সুখী জীবনের খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে। বিয়ের পরপরই তারা মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন, আর ফেরার পরই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে পা রাখেন এই গায়ক।
শুক্রবার তাহসান তার ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন, যেখানে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের মুহূর্তগুলো তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন উঠে, কেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে গেলেন তাহসান? এ প্রশ্নের উত্তর ছবির ক্যাপশনে দিয়েছেন তিনি নিজেই।
তাহসান বলেন, “গতকাল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। কিছু সপ্তাহ আগে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা একটি অভিজ্ঞতা ছিল। অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি।”
তাহসান জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এবং সেই দায়িত্বেই তিনি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিনি আরো বলেন, “কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে উঠে এসে নতুন জীবন শুরু করেছে। মানবিক সংস্থাগুলোর সাহায্য ও শরণার্থীদের ধৈর্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে দুই বছরের বেশি সময় ধরে কাজ করছেন। গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং গত ৪ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েটি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন