প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:৫৫ ১ আগস্ট ২০২৫

তিন দশক ধরে বলিউডের রাজা হিসেবে খ্যাত শাহরুখ খান এবারই প্রথম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তার সুপারহিট সিনেমা ‘জওয়ান’-এর জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সেরা অভিনেতা বিভাগে যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন।

গত শুক্রবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নয়াদিল্লির এক সংবাদ সম্মেলনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক নেওয়া শাহরুখ খানের দীর্ঘ অভিনয় জীবনে এটাই তাঁর প্রথম জাতীয় স্বীকৃতি।

পুরস্কার ঘোষণার পর বলিউডে আনন্দের বন্যা বয়ে গেছে। শাহরুখ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন কিং খানকে।

শাহরুখ খান এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বহু বাণিজ্যিক ও সমালোচনামূলক সফলতা পেয়েছেন। ২০২৩ সাল ছিল শাহরুখের জন্য ফিরে আসার বছর। তাঁর অভিনীত ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’—এই তিনটি ছবিই বক্স অফিসে রেকর্ড আয় করেছে।

এই বছর সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের পাশাপাশি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য বিক্রান্ত ম্যাসিও পুরস্কার পেয়েছেন। এটাই তারও প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য। এছাড়া সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে ‘কাঁঠাল’ এবং সুদীপ্ত সেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য পেয়েছেন সেরা পরিচালক পুরস্কার।

বর্তমানে শাহরুখ খান নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, যেটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁর এই অর্জনকে অনেকেই ‘প্রাপ্য স্বীকৃতি’ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন