রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:৫২ ১৮ জানুয়ারী ২০২৫
কুমিরের ভয়ের মুখে শুটিং, কিন্তু ঠাণ্ডা থেকে বেশি ভয়ঙ্কর ছিল সেগুলো! ১৬ই জানুয়ারি বিকালে ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজ ‘ফেউ’-এর টিজার। চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব ও হোসেন জীবন অভিনীত এই সিরিজটি ২৯ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।
চঞ্চল চৌধুরী তার শুটিং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, “যখন শুটিং করেছি, তখন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, তার মধ্যে আমি ২০ দিন ছিলাম। রাতে লঞ্চে ঘুমানোর সময় খুব ঠাণ্ডা লাগতো, শীতের জামা-কাপড় পরেও ঠাণ্ডা থেকে রক্ষা পেতে পারিনি। তবে ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। যেখানে লঞ্চ নোঙর করা ছিল, সেখানে ছিল কুমির। জানালা দিয়ে মুখ বের করলে কুমিরসহ বিভিন্ন পশু-পাখি দেখা যেতো। শুটিংয়ের জন্য ছোট ট্রলার ব্যবহার করতে হত, আর রাতেও শুটিং করতে হতো। সত্যিই কঠিন পরিস্থিতি ছিল।”
‘ফেউ’ সিরিজটি ১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে তৈরি হলেও এটি পুরোপুরি ফিকশনাল। সিরিজটির গল্প লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।
বিজ্ঞাপন