বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৩০ ৩০ সেপ্টেম্বর ২০২৪
বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখা ‘সুলতানাস ড্রিম’ বা ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল এরগেরা। ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।
চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনিও দে লা সুলতানা’। দৈর্ঘ্য ১ ঘণ্টা ২০ মিনিট। নির্মাতা ইসাবেল এরগেরার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা।
সংবাদমাধ্যমে নির্মাতা ইসাবেল বলেন:
‘২০১২ সালে দিল্লি গিয়েছিলাম। প্রবল বৃষ্টির মধ্যে একদিন একটি আর্ট গ্যালারিতে আশ্রয় নিই। সেখানে সুলতানাস ড্রিম বইটি খুঁজে পাই। অনেক আগে লেখা একটি বই। তাতে নারীদের একটি ভিন্ন পৃথিবী কল্পনা করা হয়েছে! বইটি পড়ে অবাক হয়েছি। সেদিনই সিদ্ধান্ত নিই—এ নিয়ে সিনেমা বানাব আমি।’
সিনেমার কাজে কয়েকবার ভারতে এসেছেন ইসাবেল। সেখানে বিভিন্ন জায়গা থেকে আসা নারীদের নিয়ে কর্মশালার আয়োজন করেন। নির্মাতা তাদের কাছে জানতে চান, ১০০ বছরেরও বেশি সময় আগের লেখা ওই বইয়ের বিষয়বস্তু বর্তমানে কতটা প্রাসঙ্গিক। এ ছাড়াও তিনি সারা পৃথিবীর নামী চিত্রশিল্পীদের পরামর্শ নিয়েছে
বিজ্ঞাপন