পৃথিবী টিকে থাকার মূলমন্ত্র, শান্তি ও ভালোবাসায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান শফিক রেহমানের!

পৃথিবী টিকে থাকার মূলমন্ত্র, শান্তি ও ভালোবাসায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান শফিক রেহমানের!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৫:১২ ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস - ‘ভ্যালেন্টাইনস ডে’। বাংলাদেশে এই দিবসটির প্রবর্তক শফিক রেহমান। দিবসটির প্রতি তাঁর অঙ্গীকার ও ভালোবাসা যেন দেশের মানুষের জন্য এক সুন্দর বার্তা। তিনি বলেন, ‘ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে।’ আজকের দিনে, তাঁর পক্ষ থেকে সবাইকে একসঙ্গে ভালোবাসার উদযাপন ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান হয়েছে।

বিশিষ্ট কলামিস্ট ও সম্পাদক শফিক রেহমান বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে জানালেন, ‘‘এবার ভালোবাসা দিবসে আমার এটাই কামনা, দেশের সব মানুষ হিংসাবিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে শুধু ভালোবাসা জানাবে।’’ তিনি আরও বলেন, ‘‘অনেক সংঘাত, হিংসা, বিদ্বেষের মাঝে অন্তত একদিন সবাই শান্তিতে, ভালোবাসায় কাটাক।’’

তিনি জানান, এই দিবসটি একাই প্রবর্তন করা সম্ভব ছিল না, এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। শফিক রেহমান বলেন, ‘এই দিনটি আমাদের দেশের মানুষের কাছে এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, আর সবার সহযোগিতায় এই ভালোবাসা ছড়িয়ে পড়েছে।’

ভালোবাসা দিবসের পিছনে কোনো রক্তের সম্পর্ক নেই, বরং এটি দেশের শান্তি ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। শফিক রেহমান তার বার্তায় যোগ করেন, ‘আমরা একে অপরকে ভালোবেসে পৃথিবীতে শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি। এজন্যই আমি এই দিবসটি প্রবর্তন করেছি।’

শফিক রেহমান বিশেষভাবে তরুণদের কাছে আবেদন জানিয়েছেন, ‘তোমরা বৃদ্ধদের সম্মান জানাও, তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করো। তেমনি তরুণ-তরুণীরা, একে অপরকে ভালোবাসার মাধ্যমে সহনশীলতা, ধৈর্য এবং শান্তি প্রতিষ্ঠা করবে।’

এই দিনে শুধু প্রেমিক-প্রেমিকারাই নয়, বরং পরিবারের সকল সদস্য, বন্ধু, সহকর্মী, এমনকি প্রতিবেশীর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য শফিক রেহমান সবাইকে আহ্বান জানান।

এছাড়াও, তিনি বাংলাদেশে ভালোবাসা দিবসে ফুল ও রেস্টুরেন্ট ব্যবসার বিকাশের প্রতি খুশি প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের ৩০% ডিসকাউন্টের আহ্বান জানান। ‘‘এটা শুধু একটি দিন নয়, এটি যেন আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হয়ে ওঠে, যেখানে আমরা একে অপরকে ভালোবাসার মাধ্যমে একত্রে শান্তিতে বসবাস করতে পারি,’’ বলেন তিনি।

আজকের এই বিশেষ দিনে, শফিক রেহমানের এই বার্তা যেন বাংলাদেশসহ সারা পৃথিবীতে ভালোবাসা এবং শান্তির নতুন দিগন্ত উন্মোচন করে।

বিজ্ঞাপন