রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১১:২৮ ২৭ জানুয়ারী ২০২৫
সম্প্রতি, বান্দ্রার নিজ বাড়িতে সাইফ আলী খান হামলার শিকার হন। দুষ্কৃতকারী তাকে ছয়বার ছুরিকাঘাত করে, পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তবে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান তার স্বামীকে হাসপাতালে নিতে যাননি, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
এ ব্যাপারে সাইফ আলী খান জানিয়েছেন, রাতে তিনি এবং কারিনা শোয়ার ঘরে ছিলেন। হঠাৎ তাদের ছোট ছেলের কান্নার শব্দ পেয়ে তিনি হামলার শিকার হন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা গুজব ছড়িয়েছে, যার মধ্যে একটি গুজব হলো, সাইফের স্ত্রী ওই রাতে মদ্যপ অবস্থায় ছিলেন, তাই স্বামীকে সাহায্য করতে পারেননি।
এদিকে, সাইফের হামলার পর টুইঙ্কল খান্না, অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক, সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, "বেশ কিছুদিন আগে সাইফ আলী খানের ওপর হামলা চালানো হয়, আর সেই সময় অনেকেই এমন গুজব ছড়িয়েছে যে, কারিনা নেশাগ্রস্ত ছিলেন এবং সাহায্য করার অবস্থায় ছিলেন না। এসব ভিত্তিহীন কথা ছড়ানো হয়েছে, কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই।"
টুইঙ্কল আরো বলেন, "মনে হয়, সব সময় স্ত্রীদেরই কোনো না কোনো কারণে দোষারোপ করা হয়। এটি একধরনের মানসিকতা যা পুরুষরা তাদের স্ত্রীদের বিরুদ্ধে ব্যবহার করে।"
এ ঘটনায় সাইফ আলী খান হামলার পর হাসপাতালে চিকিৎসা নিলেও, কারিনা কাপুরের ভূমিকা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।
বিজ্ঞাপন