বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:৩৯ ২২ জানুয়ারী ২০২৫
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাহিনীগুলোর নতুন পোশাকের ছবি।
কিন্তু নেটিজেনদের অনেকেই এই নতুন রঙয়ের পোশাকগুলোর প্রশংসা করেননি। তাদের মধ্যে গায়ক আসিফ আকবর অত্যন্ত তীব্র মন্তব্য করেছেন। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, "পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত গ্রেফতার করা হোক। তাদের রুচিহীনতার জন্য মানসিক চিকিৎসা করানোর পর পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।"
এছাড়া তিনি আরও বলেন, "যদি সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়ে, তবে তার সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।"
গায়কের এই বক্তব্যের পর অনেকেই তার সঙ্গে একমত হয়েছেন। কিছু মানুষ মন্তব্যে বিষয়টিকে "রুচির দুর্ভিক্ষ" হিসেবে অভিহিত করেছেন, এবং অনেকেই আসিফের সাহসী মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
এই পরিস্থিতিতে অনেকেই নতুন পোশাকের বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং মতামত প্রকাশ করতে শুরু করেছেন।
বিজ্ঞাপন