জন্মদিনে হৃতিককে প্রাক্তন স্ত্রী-প্রেমিকার শুভেচ্ছা !

জন্মদিনে হৃতিককে প্রাক্তন স্ত্রী-প্রেমিকার শুভেচ্ছা !

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১২:৫০ ১১ জানুয়ারী ২০২৫

বলিউডের সুপারস্টার হৃতিক রোশন আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। ১১ জানুয়ারি ছিল তার জন্মদিন। আর এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসলেন হৃতিক।

প্রেমিকা সাবা আজাদের শুভেচ্ছা বার্তা:
হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। সমুদ্রতট থেকে শুরু করে ঘরের মধ্যে হৃতিকের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাবা লিখেছেন, "সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার আরো একটি বছর পূর্ণ করায় তোমাকে শুভেচ্ছা। তুমিই আমার জীবনের আলো। চিরকাল তোমায় ঘিরে রাখুক আনন্দ আর উচ্ছ্বাস।"

প্রাক্তন স্ত্রী সুজান খানের বার্তা:
সুজান খানও প্রাক্তন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন। সঙ্গে ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমার ২৫ বছর উদযাপন হোক।"

আমিশা প্যাটেলের আবেগঘন পোস্ট:
‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমার সহ-অভিনেত্রী আমিশা প্যাটেল হৃতিকের অল্প বয়সের একটি ছবি শেয়ার করেন। ছবিতে হৃতিকের চোখ বন্ধ। আমিশা লিখেছেন, "শুভ জন্মদিন হৃতিক আর আমাদের সিনেমার ২৫ বছর পূর্তি। এই ছবিটি আমার বাড়িতে উদযাপনের সময় তোলা। কী সুন্দর একটি সফর ছিল এটি। ২০২৫-এ আবার ‘গদর’ সিনেমা আসবে।"

সম্প্রতি ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমাটি দ্বিতীয়বার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে এবং দারুণ ব্যবসা করেছে। জন্মদিনে হৃতিকের প্রতি তার ঘনিষ্ঠজন ও সহকর্মীদের শুভেচ্ছা প্রকাশ করে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া আরও একবার প্রমাণ করল, এই তারকার প্রতি সবার বিশেষ ভালোবাসা অটুট।
 

বিজ্ঞাপন