বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:৩৩ ২১ জানুয়ারী ২০২৫
রবলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি বিক্রির খবর এখন চর্চার কেন্দ্রবিন্দু। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, বিগবির মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত ডুপ্লেক্স বাড়ি ‘আটলান্টিস ভবন’ ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১১৬ কোটি টাকারও বেশি।
সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা যায়, বাড়িটির কার্পেট এরিয়া ৫,১৮৫ বর্গফুট এবং এতে ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। বাড়ি বিক্রির চুক্তি ২০২৪ সালের ১৭ জানুয়ারি নিবন্ধিত হয়, যেখানে ৪.৯৮ কোটি রুপি স্ট্যাম্প শুল্ক এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি খরচ হয়েছে।
অমিতাভ বচ্চন এই বাড়িটি ২০২১ সালের এপ্রিল মাসে ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। বর্তমানে এটি ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা কিনতে খরচ হওয়া মূল্যের তুলনায় প্রায় ১৬৮ শতাংশ বেশি।
এর আগে, ২০২১ সালের নভেম্বরে এই বাড়িটি অভিনেত্রী কৃতি স্যাননকে ভাড়ায় দিয়েছিলেন অমিতাভ। মাসিক ভাড়া ছিল ১০ লাখ রুপি এবং জামানত হিসেবে ৬০ লাখ রুপি দিতে হয়েছিল তাকে।
বচ্চন পরিবারের রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তারা রিয়েল এস্টেটে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। স্কয়ার ইয়ার্ডস অনুযায়ী, অমিতাভ এবং অভিষেক বচ্চন মিলে তাদের রিয়েল এস্টেট পোর্টফোলিও ২০০ কোটি রুপির বেশি করেছে।
অমিতাভ বচ্চন এখনো কেবিসির মঞ্চে তার ম্যাজিক বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে বচ্চন পরিবারের। অভিষেক এবং পুত্রবধূ ঐশ্বরিয়ার মধ্যে পূর্বের কিছু সমস্যার সমাধান হয়েছে। তবে তার মধ্যেও এই বিশাল মূল্যের বাড়ি বিক্রির খবর বলিউড পাড়ায় নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন