শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১৪ ২৪ নভেম্বর ২০২৪
এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। তারকা দম্পতির বিচ্ছেদের খবরের সঙ্গে সঙ্গে এই বিষয়ে একাধিক গুজব ছড়িয়ে পড়ে, বিশেষত রহমানের ব্যান্ডের গিটারিস্ট মোহিনী দে’র নাম জড়ানো নিয়ে। নেটপাড়ায় নানা ধরনের আলোচনা ও গুজব শুরু হয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এ আর রহমান ও তার পরিবার।
এই পরিস্থিতিতে, রহমান তাঁর আইনজীবীদের মাধ্যমে এক হুঁশিয়ারি নোটিশ প্রকাশ করেছেন। এতে বলা হয়, যারা রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ সম্পর্কে আপত্তিকর পোস্ট বা ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে এসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। নাহলে ভারতীয় আইন অনুযায়ী মানহানির মামলা করা হবে।
এছাড়া, রহমানের মেয়ে রহিমা এবং ছেলে সামাজিক মাধ্যমে গুজবের বিরুদ্ধে তাদের মতামত জানিয়েছেন। রহিমা লিখেছেন, "সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।" একইভাবে, রহমানের ছেলে তার বাবার সম্মান এবং মূল্যবোধ নিয়ে কথা বলেছেন এবং গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
মোহিনী দে, যাঁর নাম এই গুজবের সঙ্গে জড়ানো হয়েছে, তিনি জানান যে তিনি এ ধরনের গুজবের প্রতি গুরুত্ব দিতে চান না এবং নিজেদের সময় নষ্ট করতে চান না।
বিজ্ঞাপন