২৯ বছর আগেই দেশের রাস্তায় রয়েল এনফিল্ড চালিয়েছেন সালমান শাহ!

২৯ বছর আগেই দেশের রাস্তায় রয়েল এনফিল্ড চালিয়েছেন সালমান শাহ!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২ ২২ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্জালে ভাইরাল হয়েছে ‘স্টাইল আইকনিক’ সালমান শাহর নতুন একটি খবর। সদ্য দেশে আসা রয়েল এনফিল্ড ব্র্যান্ডের বাইক ২৯ বছর আগেই দেশের রাস্তায় চালিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র। খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছে সালমান শাহর শত কোটি ভক্তের হৃদয়।

স্টাইলের দুনিয়ায় সালমান শাহ ছিলেন অনুকরণীয়। তার স্টাইল বলিউড থেকে হলিউড—সব জায়গায় প্রশংসিত। ঢালিউডে আজও এমন কোনো নায়ক আসেননি যিনি স্টাইলে তাকে টেক্কা দিতে পারেন। তাই ‘স্টাইলিশ আইকন’ বলতেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে সালমান শাহর মুখ।

মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেও তিনি হয়ে উঠেছিলেন অমর। তারই একটি সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমার ‘সাথী তুমি আমার জীবনের’ গানটি সম্প্রতি অন্তর্জালে নতুন করে ভাইরাল হয়েছে। আর গানটির শুরুতেই দেখা যায়, সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে রয়েল এনফিল্ড বাইক চালাচ্ছেন!

শুধু তাই নয়, বাইকটির ট্যাঙ্কে স্পষ্ট রয়েল এনফিল্ডের লোগো দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো, যেখানে এ ব্র্যান্ডের বাইকগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে ২০২৫ সালের দিকে, সেখানে সালমান শাহ ১৯৯৬ সালেই সেটি চালিয়েছেন।

সম্প্রতি Royal Enfield Fan Club - Bangladesh নামের একটি ফেসবুক পেজে মোহাম্মদ ফাহিম নামে একজন ব্যবহারকারী গানের দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
"বর্তমানে দেশের শীর্ষ জনপ্রিয় বাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড। যা আমরা ২০২৫ সালে পেয়েছি, সালমান শাহ ৯০ দশকেই চালিয়েছেন।"

পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মন্তব্যে উঠে আসে সালমান শাহর স্টাইলের প্রশংসা। একজন লেখেন, "সালমান শাহ যা করেছে, তা সেই সময়ের থেকে ৫০ বছর এগিয়ে ছিল।" আরেকজন লিখেছেন, "এখনো ভাবতে অবাক লাগে, তিনি কতটা এগিয়ে ছিলেন চিন্তাধারায়।"

রয়েল এনফিল্ডের বাইকগুলো সাধারণত দ্রুতগতির হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, "তখন কি দেশের রাস্তায় এত দ্রুতগতির বাইক চালানো সম্ভব ছিল?" জবাবে ভক্তরা জানিয়েছেন, "২০০০ সালের আগে বাংলাদেশে বাইকের সিসি লিমিট ছিল না। হোন্ডা কোম্পানি তখন ২০০ সিসির বাইকও বিক্রি করত।"

গানের দৃশ্যে সালমান শাহের চালানো বাইকটি ৭০ থেকে ৯০ দশকে বিশ্বে জনপ্রিয় মডেলগুলোর একটি। এমনকি সেই সময়ের হলিউড সিনেমাগুলোতেও একই ধরনের বাইক দেখা যেত। বিশেষ করে ‘পুলিশ রোড কিং’ নামে খ্যাত মডেলগুলো তখন ব্যাপক জনপ্রিয় ছিল।

২৯ বছর আগের একটি মুহূর্ত আজও স্মরণীয় হয়ে থাকল, সালমান শাহর স্টাইল আর ক্লাসের জন্য।
 

বিজ্ঞাপন