জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট

জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩ ১৭ ডিসেম্বর ২০২৪

কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেনের মৃত্যুতে শোকবিহ্বল সংগীতশিল্পী এ আর রহমান। তিনি বলেন, অতীতে একসঙ্গে কাজ করলেও কেন ওস্তাদের সঙ্গে আর জুটি বাঁধলেন না, এই একটাই আক্ষেপ রয়েছে এ সংগীতশিল্পীর।

শোকপ্রকাশ করে রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা। অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। যিনি তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন। ওর চলে যাওয়া আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি।’

জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হোসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।

বিজ্ঞাপন