রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:০৭ ২০ জানুয়ারী ২০২৫
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ আসলেই বাংলাদেশি কি না, সে প্রশ্ন তুলে আদালতে বিস্ময়কর দাবি করেছেন অভিযুক্তের আইনজীবী সন্দীপ শেখানে। তিনি বলেন, পুলিশের কাছে এমন কোনো প্রমাণ নেই যা শরিফুলের বাংলাদেশি নাগরিকত্বের দাবি সমর্থন করতে পারে। সন্দীপ শেছেন আরও দাবি করেন যে, তার মক্কেল, শরিফুল, মুম্বইয়ের হিরনন্দানি এস্টেট এলাকায় গত সাত বছর ধরে বসবাস করছেন।
গত বৃহস্পতিবার ভোরে সাইফ আলি খান তার নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তিন দিন পর রবিবার ভোরে মুম্বইয়ের থানে এলাকা থেকে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর মুম্বই পুলিশের ডিসিপি, দীক্ষিত গেদাম জানিয়েছিলেন, অভিযুক্তের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সন্দেহ করা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক।
অপরদিকে, অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে সন্দীপ শেখানে জানান, পুলিশকে কোনো সত্যতাপূর্ণ প্রমাণ হাজির করতে পারেনি, এমনকি শরিফুল যে এই এলাকায় পাঁচ-ছ’মাস ধরে রয়েছেন, সেটিও নিশ্চিত হতে পারেনি। তিনি অভিযোগ করেন যে, পূর্ণাঙ্গ তদন্ত এখনও হয়নি এবং এটি ৪৩ এ ধারার লঙ্ঘন হতে পারে।
অন্যদিকে, শরিফুলের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতি জানিয়েছেন, শরিফুল সপরিবার মুম্বইয়ে গত সাত বছর ধরে বসবাস করছেন এবং পুলিশ তার বাংলাদেশি পরিচয়ের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি।
এদিকে, বান্দ্রা আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এবং পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে।
বিজ্ঞাপন