বসন্ত আর ভালোবাসা দিবসের একত্রিত উদযাপন!

বসন্ত আর ভালোবাসা দিবসের একত্রিত উদযাপন!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮ ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন, যা একদিকে প্রকৃতির নতুন রূপে সাজার সময়, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তে প্রকৃতির বদলে যাওয়া রূপ, নতুন পাতার সজীবতা, এবং রঙিন ফুলে পরিপূর্ণ বৃক্ষরাজি বাঙালি মনকে আরও মুগ্ধ করছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যাবলীর মতো "আয় রে বসন্ত, হেথা, কুসুমের সুষমা জাগা রে" প্রমাণ করে যে বসন্ত শুধু প্রকৃতির নয়, মানুষের হৃদয়েরও উৎসব।

বসন্তের সঙ্গে এবার মিলেছে বিশ্ব ভালোবাসা দিবস, যা তরুণ হৃদয়ে নতুন প্রেমের সুর তুলে আনছে। ঢাকা শহরসহ সারা দেশজুড়ে প্রকৃতিতে বসন্তের হাওয়া ছড়িয়ে পড়েছে, পাখিদের কিচিরমিচির আর কোকিলের কুহু সুরে বাঙালির মন পাগল হয়ে উঠছে।

এছাড়া, বাঙালির ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে ঢাকায় বিভিন্ন স্থানে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, উত্তরার ৩ নম্বর সেক্টর, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। এই বছর, পহেলা ফাল্গুনের সঙ্গে মিলেছে শবেবরাত (মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান), তাই উৎসবটি অর্ধদিবস পালিত হবে। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেবে।

এদিকে, বসন্ত ও ভালোবাসা দিবসের কারণে ফুলের চাহিদা বৃদ্ধি পেয়েছে, ফলে ফুল ব্যবসা জমে উঠেছে। আজকের এই দিনটি বিশেষভাবে তরুণদের জন্য আনন্দের, যেখানে তারা বসন্ত বরণ ও প্রেমের উদযাপন একসঙ্গে করবে।
 

বিজ্ঞাপন