শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০১:০১ ১১ জানুয়ারী ২০২৫
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার বয়স পেরিয়েছে ৬০-এর ঘর। কিন্তু তার রোমান্টিক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি, ছেলের অভিনীত সিনেমা 'লাভিয়াপা'-র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে প্রেম ও রোমান্স নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
ছবিটির ট্রেলারে অভিনয় করেছেন আমিরের ছেলে জুনায়েদ খান ও খুশি কাপুর। ট্রেলার উদ্বোধনের সময় নিজের ব্যক্তিগত জীবন ও দুই স্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন আমির।
আমির খান বলেন,"আমি খুবই রোমান্টিক মানুষ। হয়তো এটা শোনার পর আপনাদের মজার লাগবে। তবে আমার দুই স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। শুধু ব্যক্তিগত জীবন নয়, রোমান্টিক সিনেমা দেখতে ও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে।"
তিনি আরও যোগ করেন,"বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জীবনকে ভালোভাবে বোঝা শুরু করেন। নিজের ভুল-ত্রুটি ও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার গুরুত্ব তখনই উপলব্ধি হয়। সারা জীবন যার সঙ্গে নির্দ্বিধায় কাটানো সম্ভব, তিনিই প্রকৃত জীবনসঙ্গী।"
আমির খান প্রথমবার ১৯৮৬ সালে অভিনেত্রী রিনা দত্তকে বিয়ে করেন। এই দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান—জুনায়েদ ও ইরা। তবে, ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
পরে, কিরণ রাওয়ের সঙ্গে ২০০৫ সালে দ্বিতীয়বার সংসার বাঁধেন আমির। 'লগান' সিনেমার সেটে তাদের পরিচয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। তাদের এক পুত্রসন্তান, আজাদ রাও খান। তবে, ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে এই দম্পতিও বিচ্ছেদের ঘোষণা দেন।
আমিরের এই বক্তব্য এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক, প্রেম ও সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
বিজ্ঞাপন